রংপুর নিউজঃ
পাকিস্তান সফরের ঠিক আগে শারাজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচ খেলেই তারা আবার পাকিস্তান সফরে যাবে। লাহোর এবং ফয়সালাবাদে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। রবিবার ওই দুই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাসকেই নেতৃত্বের জন্য বেছে নেওয়া হয়েছে। শুধু এই দুটি সফরেই নয়, তাকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি।
বাংলাদেশ জাতীয় দলে সব ফরম্যাটেই নেতৃত্বের অভিজ্ঞতা আছে লিটনের। সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অনেকবার। এদিকে এই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়া সাধারণ ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন।
এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার শেখ মেহেদী হাসান। আজ বিকালে মিরপুরে দলে কারা রয়েছেন তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমল আবেদীন।
দুই সিরিজে সেই অর্থে স্কোয়াডে তেমন কোনও চমক নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১৫ জনের দল থাকলেও আরব আমিরাত ও পাকিস্তানে ৭ ম্যাচ টি-টোয়েন্টির জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল ও নাসুম আহমেদ। এছাড়া ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ। ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানভীর ইসলাম, তাওহীদ হৃদয়। সর্বশেষ সিরিজে শান্ত ইনজুরিতে ছিলেন আর ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ।
চলতি মাসের ১৭ ও ১৯ তারিখ সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন বছরে দ্বিতীয়বার দুই দলের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ২০২২ সালে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল শান্তরা।
দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ দলে যাবে পাকিস্তান। ওই সফরে ৫টি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসরা। ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়। বাংলাদেশ দল আরব আমিরাত থেকে পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন পরের তিনটি ম্যাচ গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখে মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।