Friday, May 2, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা, সেনা মোতায়েনের নির্দেশ

ইসরায়েলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা, সেনা মোতায়েনের নির্দেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আন্তর্জাতিক ডেস্ক, রংপুর নিউজঃ

জেরুজালেমসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরে দ্রুত দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বনাঞ্চলসহ বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ, স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছেন। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

সংস্থাটি জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ মাত্রায় উন্নীত করা হয়েছে।

ইসরায়েল কাটজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে। ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর