ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী, পুরুষ, শিশু ও বয়স্কদের মধ্যে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় উপজেলা পরিষদের নিজস্ব উন্নয়ন তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়। অনেকে জন্মগতভাবে শারীরিকভাবে অক্ষম, কেউবা দুর্ঘটনায় চলাফেরা হারিয়েছেন—সবার জন্য হুইলচেয়ার পাওয়া যেন এক নতুন জীবনের শুরু।
সুবিধাভোগী আব্দুর রহমান বলেন, “জীবনে এই প্রথমবার নিজের হুইলচেয়ার পেলাম। আগে অন্যের সাহায্য ছাড়া চলতে পারতাম না। এখন নিজেই চলতে পারব—এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
আরেকজন, শাহাজাহান আলী বলেন, “অনেকদিন ধরে হুইলচেয়ার প্রয়োজন ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। এই সহায়তা নতুন আশার আলো এনে দিল।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, “এই হুইলচেয়ার শুধু চলার উপকরণ নয়—এটি মর্যাদার প্রতীক। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো সম্মানের সঙ্গে বাঁচুক। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”
এই সহায়তা প্রমাণ করে, মানবিকতা শুধু দান নয়—এটি দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ। হুইলচেয়ারের একটি সেট কারও কাছে বস্তু হলেও, কারও কাছে তা চলার সাহস ও স্বপ্নের প্রতীক।