মোজো ডেস্কঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
গতকাল ২৯ জুন সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন কথা জানানো হলেও প্রজ্ঞাপন বলছে ভিন্ন কথা।
সোমবার (৩০ জুন) মন্ত্রিপরিষদের জারি করা প্রজ্ঞাপনের সঙ্গে গতকালের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী উপদেষ্টা কমিটি কাজ করবে ব্যবসা, বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা-মূল্যায়ন এবং অধিকতর গতিশীল করার জন্য সুপারিশ করতে। অথচ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কাজ হওয়ার কথা ছিল, এনবিআরের সংস্কার নিয়ে কেন বিরোধ তৈরি হলো, কেন এনবিআর আন্দোলনে গেল ও সংস্কার এগিয়ে নেওয়ার উপায় বের করা।
এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের সঙ্গে প্রজ্ঞাপনের কার্যপরিধির কোনো মিল নেই। একটা পক্ষ এনবিআর কর্মকর্তাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আমরাও রাষ্ট্রের স্বার্থে সংস্কার চাই এবং যৌক্তিক সংস্কার চাই। কিন্তু প্রজ্ঞাপনের কার্যপরিধি দেখে সন্দেহ রয়ে গেল।