Friday, May 2, 2025
Homeখেলাধুলাকোহলির বিদায়ে কাঁপছে ভারত, হাসানের ৩ উইকেট

কোহলির বিদায়ে কাঁপছে ভারত, হাসানের ৩ উইকেট

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

চেন্নাইয়ের লাল মাটির উইকেটে আগুন ঝরানো বোলিংয়ে ভারতকে রীতিমতো চাপে ফেলে দিয়েছেন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের আগ্রাসী বোলিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিলের পর ড্রেসিং রুমে ফিরেছেন বিরাট কোহলি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। যশস্বী জয়সওয়াল ১৭ ও রিশাভ পান্ট শূন্য রানে ক্রিজে আছেন।

হাসানের প্রায় ১৩৪ কিলোমিটার গতির ফুল লেন্থ ডেলিভারিটি ড্রাইভ করতে চেয়েছিলেন ৬ রান করা কোহলি। শর্ট নির্বাচনে ভুল করে বসলে বল তার ব্যাটে লাগার পর উইকেটরক্ষক লিটন দাসের হাতে জমা পড়ে।

এর আগে হাসান মাহমুদের লেন্থ বলে কোণাকুণি শট খেলতে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বল তার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা টাইগার অধিনায়ক শান্তর তালুবন্দি হয়। দলীয় ১৪ রানে স্বাগতিকরা প্রথম উইকেট হারায়।

রানের খাতা না খুলেই ক্রিজ ছাড়েন শুভমান গিল। তিনি লেগ স্টাম্পের বাইরের বল চালাতে গিয়ে ভুল করে বসেন। ব্যাটে বল লাগার পর তা লিটন দাসের গ্লাভসে জমা পড়ে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর