মো. মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মোছা. আরজু বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনিতে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরজু বেগম মৃত আবুল কাশেম ভাণ্ডারীর স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাত ১২টার দিকে আত্মীয়-স্বজনরা এসে পরিস্থিতি শান্ত করে ঘরে ফিরিয়ে দেন। পরে রাতের কোনো এক সময় সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যবহৃত কক্ষে যান এবং সেখানে কাঠের চেয়ার ও দড়ি ব্যবহার করে ঘরের তীরের সঙ্গে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করেন।
শনিবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”