এনামুল মবিন(সবুজ)
প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুর চিরিরবন্দরে গাছ থেকে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
এ ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার অমরপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কুতুবডাঙ্গা বাজারের সন্নিকটে ঘটেছে। নিহত নাড়িয়া (৬৫) উপজেলার অমরপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ডাক্তারপাড়ার মৃত হরি মোহনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া গাছ থেকে পাতা পাড়তে যান। ওই গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের লাইনের কেবল ছিল। গাছ থেকে পাতা পাড়ার এক পর্যায়ে বৈদ্যুতিক কেবলের সাথে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments Box