Friday, July 4, 2025
Homeক্যাম্পাসজাবি'র ইতিহাস বিভাগের অধ্যাপকের তত্ত্বাবধানে দুইজন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

জাবি’র ইতিহাস বিভাগের অধ্যাপকের তত্ত্বাবধানে দুইজন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১৫তম সিন্ডিকেট সভায় ইতিহাস বিভাগের গবেষণায় গৌরবময় অগ্রগতির আরেকটি নতুন অধ্যায় যুক্ত হলো।

গত ২৫ জুন অনুষ্ঠিত উক্ত সিন্ডিকেট সভায় ইতিহাস বিভাগের শিক্ষক ও বিশিষ্ট গবেষক “অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী” এর তত্ত্বাবধানে দুজন পিএইচডি গবেষক সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

গবেষণাগুলো সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞানভান্ডারে নতুন বিষয় সংযুক্ত করেছে এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে গুণগত উৎকর্ষতার প্রতিফলন ঘটিয়েছে।

দুজন গবেষক দীর্ঘসময় ধরে অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহীর তত্ত্বাবধানে তাঁদের পিএইচডির গবেষণাকর্ম সফলভাবে সম্পাদন করেছেন।

সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক তথ্য আহরণ, বিশ্লেষণ ও উপস্থাপনার ক্ষেত্রে তাঁদের গবেষণাকর্ম ছিল উচ্চমানের, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী বাংলাদেশের ইতিহাস চর্চার অঙ্গনে একজন স্বনামধন্য গবেষক ও শিক্ষক এবং পরিচিত ব্যক্তিত্ব। পিএইচডি গবেষণায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দিক-নির্দেশনা বরাবরই শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে।

নতুন দুজন পিএইচডি গবেষকের ডিগ্রি অর্জন তাঁর একাডেমিক নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলা যায়। এ পর্যন্ত সংশ্লিষ্ট গবেষণা তত্ত্বাবধায়কের অধীনে ৪ জন পিএইচডি ও ২ জন এমফিল ডিগ্রি অর্জন করেছে।

এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধিকে সম্প্রসারণ ও গুণগত উৎকর্ষতাকেও প্রতিফলিত করবে বলে অনেকেই বিশ্বাস করেন।

এ ধারা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকদের অনেকেই মনে করছেন।

উল্লেখ্য, দুজন গবেষক হলেন: মো: মঈনুল হাসান, গবেষণার শিরোনাম: “কুড়িগ্রাম মহকুমা: জনজীবন ও আন্দোলন সংগ্রাম”। জনাব মঈনুল হাসান কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মো: মাহমুদুল হাসান মাসুদ (এম ফিল), গবেষণার শিরোনাম: “রাখাইন জাতির রাজনৈতিক ক্রমবিকাশ, ১৭৮৪-১৯৯০”। জনাব মাহমুদুল হাসান মাসুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর