Home পঞ্চগড় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পঞ্চগড়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পঞ্চগড়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পঞ্চগড়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ পাঁচ সাহসী সন্তানের স্মরণে আয়োজিত হলো অনন্য পরিবেশবান্ধব কর্মসূচি—“এক শহীদ, এক বৃক্ষ”। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মানবিক ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আদম সুফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ, রাজস্ব ও জেনারেল সার্টিফিকেট শাখা) মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, জেএম ও ট্রেজারি শাখা) আমিনুল হক তারেক, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. শাহজাহানসহ অন্যান্য অতিথিরা।

গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ জনের নামে রোপণ করা হয় পাঁচটি ভিন্ন প্রজাতির বৃক্ষ:

শহীদ সাজু ইসলাম – নিম গাছ

শহীদ আবু ছায়েদ – কাজুবাদাম গাছ

শহীদ সাগর রহমান – লটকন গাছ

শহীদ সাজু ইসলাম (দ্বিতীয়) – জারুল গাছ

শহীদ শাহাবুল ইসলাম শাওন – হরীতকী গাছ

এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “এই কর্মসূচি কেবল পরিবেশবান্ধব নয়, বরং এটি শহীদদের স্মৃতিকে চিরজাগরুক রাখার প্রতীক। তারা ছিলেন সাহস, মানবিকতা ও ন্যায়বিচারের পথপ্রদর্শক। আমরা তাদের সম্মান করি, ভালোবাসি, স্মরণ করি।”

তারা আরও বলেন, “এই বৃক্ষগুলো যেন শহীদদের মতোই সমাজে ছায়া দেয়, ফল দেয়, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয়। শহীদদের নামের সঙ্গে গাছগুলো যতদিন থাকবে, ততদিন বেঁচে থাকবে তাদের আত্মত্যাগের গল্প, তাদের আদর্শ।”

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here