Tuesday, May 6, 2025
Homeনীলফামারীডোমারে সপ্তাহব্যাপী ‘বিজয় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ডোমারে সপ্তাহব্যাপী ‘বিজয় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী প্রতিনিধিঃ”বাঙালি সংস্কৃতি, বাঙালির বিজয়ের বীরত্ব গাঁথা ইতিহাস’” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্যে ও গৌরবের ১৩২ বছর এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাত দিনব্যাপী ‘বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় ঐতিহ্যবাহী শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

বিজয় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

ডোমার নাট্য সমিতি মঞ্চের আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু প্রমুখ।

উদ্বোধনী দিনে সঙ্গীত ও নৃত্যাঅনুষ্ঠানের পাশাপাশি মঞ্চস্থ হয় নাট্য সমিতির পরিবেশনায় ও মিলন চৌধুরী রচিত নাটক ‘যায় দিন ফাগুনো দিন’। নাটকটির নির্দেশনায় ছিলেন মিজানুর রহমান সোহাগ ও মাসুদ বিন আমিন সুমন।

উল্লেখ্য যে, ১শত ৩২ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী এবং অরাজনৈতিক সংগঠন ডোমার নাট্য সমিতি মঞ্চ। নাট্য সমিতি মঞ্চের আয়োজনে বিজয় সাংস্কৃতিক উৎসবটি আগামী ২৩শে ডিসেম্বর পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রংপুরের পদাতিক নাট্য সংসদ, রংপুর নাট্য কেন্দ্র, পঞ্চগড়ের ভূমিজ এবং ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিবেশনায় নাটকসহ বিভিন্ন  শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত উৎসব ও নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর