Tuesday, May 6, 2025
Homeনীলফামারীতুহিনকে দ্রুত মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুশিয়ারি নীলফামারী জেলা...

তুহিনকে দ্রুত মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুশিয়ারি নীলফামারী জেলা বিএনপির

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) বেলা ১২টায় কয়েক হাজার মানুষের একটি গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।

এতে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি সোহেল পারভেজ, মাহবুবুর রহমান মাহবুব, মুক্তার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম প্রমূখ।

সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম বলেন, ‘তুহিন ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যদি দ্রুত তুহিন ভাইকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয়, তাহলে প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে যাত্রা করে উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন, ‘তুহিন ভাই একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। তার জনপ্রিয়তার কারণে এক-এগারোর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফখরুদ্দিন সরকার তার নামে দুটি ভিত্তিহীন মামলা দায়ের করে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। ফ্যাসিস্টের পতনের পর তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে গত ২৯ এপ্রিল আদালতে আত্মসমর্পন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারের প্রেরণ করে। অতিদ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচির মাধ্যমে নীলফামারী জেলাকে অচল করে দেওয়া হবে।’

সমাবেশ শেষে তুহিনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা দুটি স্থগিত করে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রেরণ করেন নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল চৌধুরী শুভ, জেলা যুবদলের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, জেলা জাতীয়তাবাদী আইনজাবী ফোরামের সাধারন সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, জেলা কৃষকদলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক মোজাম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর