মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শহরের ব্যস্ত সড়ক বাহাদুর বাজার থেকে জেল রোড পর্যন্ত ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে দেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। পরিচালনায় সহায়তা করেন পুলিশ প্রশাসন, ব্যাটালিয়ন আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা।
অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন ফলের দোকান, চায়ের দোকান, জুতার দোকানসহ রাস্তায় অবৈধভাবে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়। এসব দোকান দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। একইসঙ্গে অবৈধ স্থাপনাগুলো অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেন, নিয়মিত অভিযান চালালে শহরের শৃঙ্খলা ফিরবে এবং পথচারীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।