Friday, July 18, 2025
Homeদিনাজপুরদিনাজপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

দিনাজপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে শামছুল হক মন্ডল (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামছুল হক। প্রাথমিকভাবে কারা হাসপাতালেই তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পৌনে ৬টায় তাকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত শামছুল হক মন্ডল রংপুর জেলার পীরগঞ্জ থানার বদনা পূর্বপাড়া গ্রামের মৃত মোজাম মন্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং ২০১৪ সালের আরেকটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। একটি মামলায় ৫ বছর এবং অপর মামলায় ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে আরেকটি মামলার বিচারাধীন রয়েছে।

জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শামছুল হক ২০২৪ সালের ১৮ জুন থেকে দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন। মৃত্যুর খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানা গেছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর