Sunday, July 13, 2025
Homeদিনাজপুরদিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে ১৩টি বিদ্যালয়ের ৯৮ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে ১৩টি বিদ্যালয়ের ৯৮ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৩টি বিদ্যালয়ের কেউই পাস করতে পারেনি। এই বিদ্যালয়গুলো থেকে মোট ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তবে সবাই অকৃতকার্য হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের পর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

বোর্ডের তথ্য অনুযায়ী, বিদ্যালয়গুলো হচ্ছে- রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়,পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর