মোঃ আসতারুল আলম,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সরকারি কলেজে দুই দিনব্যাপী “বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা” এবং “খাদ্য উৎসব ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১০টায় কলেজ চত্বরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই উৎসব চলবে ১৪ ও ১৫ মে পর্যন্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. আল আব্দুল্লাহ। তিনি বলেন, “সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক চিন্তা ও সৃজনশীল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাকে উৎসাহিত করতে কলেজ প্রশাসন সবসময় প্রস্তুত।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। ছাত্র-ছাত্রীদের সেই পথে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই ধরনের উৎসব শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় বৈচিত্র্য আনে এবং বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে।” মেলার আয়োজক কমিটির সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. মোবারক আলী, ছাত্র সংগঠনের সদস্য মো. আলী ও সুজন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য ড. মো. বাবুল হোসেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে স্থাপিত বিভিন্ন বিজ্ঞান, প্রযুক্তি ও খাদ্য স্টল পরিদর্শন করেন। এই উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প ও পছন্দের খাবারের প্রদর্শনী উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।