Tuesday, July 22, 2025
Homeজাতীয়দুর্নীতির সাথে জড়িতের তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে : দুদক মহাপরিচালক

দুর্নীতির সাথে জড়িতের তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে : দুদক মহাপরিচালক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
নতুন প্রজন্মের চেতনায় দেশকে দুর্নীতি মুক্ত করা হবে। দুর্নীতির সাথে যে কারও জড়িত হওয়ার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

সোমবার (২১ জুলাই) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়
উপরোক্ত কথাগুলো বলেন,দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত-২ এর মহাপরিচালক (যুগ্ম সচিব) মোতাহার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্ সালাম, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপপরিচালক শাওন মিয়া, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেষে, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর