মোজো ডেস্কঃ
দুর্নীতি মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ ফেব্রুয়ারি ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামিদের মধ্যে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের নামও রয়েছে।
মামলায় তাদের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
Facebook Comments Box