Sunday, May 4, 2025
Homeসারাদেশনারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি জের করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

শনিবার (৩ মে) রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম।

এর আগে রাত সাড়ে ১১টায় গোদনাইলের লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। নিহতের পরিবার নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় লাকি বাজার সংলগ্ন ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, শনিবার রাত সাড়ে ১১টায় একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ইয়াছিন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর