Thursday, July 3, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিপঞ্চগড়ে নিয়ম বহির্ভূত ৯০ বস্তা চা জব্দ, ভ্রাম্যমাণ আদালতে দুই চা কারখানাকে...

পঞ্চগড়ে নিয়ম বহির্ভূত ৯০ বস্তা চা জব্দ, ভ্রাম্যমাণ আদালতে দুই চা কারখানাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে স্থানীয় চা চোরাকারবারীরা আতঙ্কে রয়েছে।

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে চা বোর্ডের ভ্রাম্যমান আদালতে দুইটি চা কারখানাকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তিনটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৯০ বস্তা চা জব্দ করা হয়েছে।

গত সোমবার(২৩ জুন) বিকেল থেকে শুরু করে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন।

সোমবার রাতে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের নির্দেশক্রমে গত সোমবার বিকেল থেকে

মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বটলিফ চা কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে বিভিন্ন অনিয়মের অভিযোগে চা আইন-২০১৬ মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরে নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অস্বাস্থ্যকর পরিবেশে চা উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে সুন্দরবন, করতোয়া ও এ. জে. আর কুরিয়ার সার্ভিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯০টি চায়ের বস্তা জব্দ করেন। জব্দকৃত চায়ের বস্তা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, পঞ্চগড়ের কর্তৃপক্ষকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। কাগজপত্র যাচাই অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে।

এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে স্থানীয় চা চোরাকারবারীরা আতঙ্কে রয়েছে। প্রায় সব চা কারখানা স্থানীয় ব্যবসায়ীদের যোগসোজে সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ চা ব্যবসা করে আসছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও আঞ্চলিক কার্যালয়, পঞ্চগড়ের কর্মকর্তাবৃন্দ, উপপরিচালক, এনএসআই, পঞ্চগড় এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, পঞ্চগড়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর