মোজো ডেস্কঃ
নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর-লুটপাটের পর গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কারাগার পরিদর্শনে এসে নিরাপত্তা জোরদারের বিষয়টি জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর।
তিনি বলেন, গতকালের হামলার পর আর যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকালের চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং নতুন করে কোনো হামলার আশঙ্কা নেই বলেও জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক।
Facebook Comments Box