Saturday, July 19, 2025
Homeরাজনীতিনির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে : রিজভী

নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে : রিজভী

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছু দল গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না। তারা চায় না দেশের সুষ্ঠু ভোট হোক। কারণ, ভোটের মাধ্যমে জয় লাভ করার সামর্থ্য তাদের নেই।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মিটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে তাই বক্তব্য দিয়ে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের নেতারা। এটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর