Thursday, May 8, 2025
Homeসারাদেশনির্মাণাধীন বাড়ির মাটি চাপায় বাড়ি মালিকের মৃত্যু

নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় বাড়ি মালিকের মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌপিনাথপুর গ্রামে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় দিয়েছিলেন মাটি। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার কাজ করছিলেন। এসময় হঠাৎ মাটি ধসে পড়ে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর