ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর কম্পিউটার সায়েন্স বিভাগের প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তিনি নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থেকে শহরের ইসলামবাগ এলাকায় প্রাইভেট ব্যাচ পরিচালনা করছেন এবং নিয়ম বহির্ভূতভাবে মূল বেতনের চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করছেন।
জানা গেছে, স্বপন কুমার দেব শর্মা ২০১৩ সালের ২০ মার্চ তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) প্রকল্পের আওতায় প্রশিক্ষক পদে যোগ দেন। পরে ২০১৮ সালের ১ জুলাই তার চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হয়। নিয়ম অনুযায়ী ২০২৫ সালের জুলাই মাসে তার প্রাপ্য বেতন ৩০ হাজার ৯৯০ টাকা হওয়ার কথা থাকলেও, তিনি এখন উত্তোলন করছেন ৩৯ হাজার ৫৭০ টাকা। অভিযোগ রয়েছে, তিনি পূর্বের (২০১৩ সালের) প্রকল্পভিত্তিক নিয়োগের ভিত্তিতে কৌশলে বাড়তি বেতন তুলছেন।
অভিযোগ আরও রয়েছে, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়মিতভাবে তিনি দুটি ব্যাচে প্রাইভেট পড়ান। অথচ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ১৭(১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো চাকরি বা ব্যবসায় যুক্ত হতে পারেন না।
এ বিষয়ে জানতে চাইলে পিটিআই-এর সুপারিনটেনডেন্ট যুথিকা রানী দাস বলেন, “কাজ ফাঁকি দেওয়ার সুযোগ এখানে নেই। আর কেউ বেতন বেশি নিলে তা অবশ্যই ফেরত দিতে হবে। অতিরিক্ত অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই।”
অভিযুক্ত প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মা সাংবাদিকদের কাছে নিজের অনিয়মের কথা স্বীকার করে বলেন, “আমি আর প্রাইভেট পড়াব না। এবং অতিরিক্ত যে বেতন নিয়েছি, তা ফেরত দিয়ে দেব।”