Thursday, July 3, 2025
Homeসারাদেশপদ্মায় জেলের জালে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বাঘাইড়

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বাঘাইড়

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বাঘাইড় মাছ ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। ২৯ কেজি ওজনের ওই মাছটি আজ বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লামালতি এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে জেলে কবির হোসেনের জালে।

তার (জেলে কবির) থেকে কিনে ঢাকার এক সৌখিন মাছ ক্রেতার কাছে বাঘাইড়টি বিক্রি করেন গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

স্থানীয়রা জনান, জেলে কবির হোসেনের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া ঘাট এলাকায়। আজ বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে ওই ফেরিঘাটের (পাটুরিয়া) ভাটিতে হরিরামপুর উপজেলার বাল্লামালতি এলাকায় নৌকা নিয়ে পদ্মায় জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলে কবির ও তার সঙ্গীরা। এ সময় বিশাল আকারের একটি বাঘাইড় মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বেলা ১২টার দিকে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায়। সেখানে ২৯ কেজি ওজন মেপে ১৪শ টাকা কেজি দরে বাঘাইড়টি বিক্রি করেন জেলে কবির।

বেশি দামে বিক্রির আশায় স্থানীয় মাছব্যবসায়ী মো.শাজাহান শেখ বিশাল আকারের বাঘাইড়টি কেনেন। পরে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে মাছটি দেখিয়ে ১৫শ টাকা কেজি দরে ৪৩ হাজার ৫০০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বাঘাইড়টি বিক্রি করেন তিনি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছব্যবসায়ী মো.শাজাহান শেখ বলেন, ‘জেলেদের কাছ থেকে পদ্মা নদীর বিভিন্ন মাছ কিনে আমি অনলাইনে দেশের বিভন্ন স্থানে নিয়মিত বিক্রি করি। আজ ২৯ কেজির বাঘাইড়টি জেলে কবির হোসেনের কাছ থেকে ৪০ হাজার ৬০০ টাকায় কিনে ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

বিশাল আকারের বাঘাইড়টি বিক্রি করে দুই হাজার ৯০০ টাকা আমার লাভ হয়েছে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর