আন্তর্জাতিক ডেস্ক, রংপুর নিউজঃ
ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন অন্তত ছয় জন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
এ ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু এলাকায়।
শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
শুক্রবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে নিহত হওয়া সবাই সন্ত্রাসী। অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গোলাগুলি হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এলাকাটিতে অন্য কোনও সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে দৃঢ়প্রতিজ্ঞ।