হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নিজ ঘরে সিমেন্টের সিঁড়ি লাগানোর কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে হোসেন আলী নিল্লু (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমত চর (কানীপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী নিল্লু উপজেলার রহমত চর (কানীপাড়া) এলাকার আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন আলী নিল্লু তার বসত বাড়ির নিজ ঘরে সিমেন্টের সিঁড়ি লাগানোর কাজ করছিল। এমন সময় পা স্লিপ করে বৈদ্যুতিক তারে স্পর্শে শক লেগে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি।
পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
Facebook Comments Box