হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় পরিপত্র অনুযায়ী যোগ্যতা না থাকায় কল্যাণী ও অন্নদানগর ইউনিয়নের দুই প্রশাসককে অপসারণ করা হয়েছে। তাদের স্থলে নিয়োগ করা হয়েছে দুজন নতুন প্রশাসক।
গতকাল বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কল্যাণী ইউনিয়নে নতুন প্রশাসকের দায়িত্ব পাওয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও অন্নদানগর ইউনিয়নের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়া।
এর আগে সরকারি পরিপত্র লঙ্ঘন করে প্রশাসক নিয়োগে সুপারিশ করেছেন বলে অভিযোগ ওঠে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের বিরুদ্ধে। সম্প্রতি তিনি ঠাকুরগাঁওয়ের এডিসি হিসেবে যোগদান করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলম ও অন্নদানগর ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলামকে ‘অনুপস্থিতি’ দেখিয়ে দুজন প্রকল্প কর্মকর্তাকে প্রশাসক করা হয়। গত বছরের ১২ ডিসেম্বর কল্যাণীতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া ও ১৭ নভেম্বর অন্নদানগরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকার) উপজেলা ফ্যাসিলেটর আক্তারুজ্জামান ফারুক দায়িত্ব পান।
তবে স্থানীয় সরকার বিভাগের গত বছরের ১৯ আগস্টের পরিপত্র অনুযায়ী, শুধু প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অর্থাৎ ইউএনও, এসিল্যান্ড বা সমমানের সরকারি কর্মকর্তারাই প্রশাসক হতে পারেন। অথচ নিয়োগপ্রাপ্ত দুইজনের কেউই সরকারি কর্মকর্তা নন। সেসিপের একাডেমিক সুপারভাইজার ও জাইকার উপজেলা ফ্যাসিলেটর পদটি রাজস্বভুক্ত নয়।
পরে কল্যাণী ইউনিয়নের দায়িত্বে থাকা পীরগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়াকে অপসারণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারকে দায়িত্ব প্রদান করা হয়। একইভাবে অন্নদানগর ইউপির প্রশাসকের দায়িত্বে থাকা জাইকার উপজেলা ফ্যাসিলেটর আক্তার ফারুক মিয়াকে অপসারণ করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, আমাকে কল্যাণী ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব প্রদানের চিঠি বৃহস্পতিবার সকালে পেয়েছি। ফারুকুজ্জামান ডাকুয়ার পরিবর্তে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম মিয়া বলেন, সকালে চিঠি পেয়েছি। আমাকে অন্নদানগর ইউনিয়নের প্রশাসক নিয়োগ করা হয়েছে।