Saturday, May 3, 2025
Homeলালমনিরহাটপ্রধান শিক্ষকের পদত্যাগ কার্যকরের দাবিতে বিক্ষোভ

প্রধান শিক্ষকের পদত্যাগ কার্যকরের দাবিতে বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

লালমনিরহাটের হাতীবান্ধার দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের পদত্যাগ কর্যকরের দাবিতে শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা বিক্ষোভ করেছেন। গতকাল ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে ব্যানার ও হাতেলেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে মিছিলও করেন। প্রধান শিক্ষক এ সময় বিদ্যালয়ে ছিলেন না। এলাকাবাসীসহ অভিভাবক ও ওই বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক এতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থী নাজমিন আরজিনা নুপুর ও মোরশেদা খাতুন বলেন, দফা এক দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ। তিনি দুর্নীতিবাজ, তাকে পদত্যাগ করতে হবে। কয়েকদিন আগে তিনি নিজেই পদত্যাগ করেছেন। কিন্তু এখনও সেটি বাস্তবায়ন হয়নি। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নানাও স্লোগানও দেন তারা।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমনসহ নানা অভিযোগের কথা ব্যানারে লিখেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার বকুল বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তাতে সমর্থন করেছি। গত ১২ বছরে অনেক নির্যাতনের শিকার আমরা। তাই তাদের সঙ্গে সহমত পোষণ করে মিছিলে অংশ নিয়েছি।

এ বিষয়ে দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর