Friday, May 2, 2025
Homeকুড়িগ্রামবঙ্গসোনাহাট মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গসোনাহাট মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় সোনাহাট ডিগ্রি কলেজ হলরুমে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল বুধবার ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সোনাহাট যুব সংগঠনের সহযোগিতায় সোনাহাট ডিগ্রি কলেজ হলরুমে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটিরসেমিনার, কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রোটা: অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন। মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সমন্বায়ক মতিয়ার রহমান মুরাদের উপস্থাপনায় সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সোনাহাট কলেজের আরবি সাহিত্যের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিনিয়র ভলানটিয়ার খোরশেদ আলম লিমন, সোনাহাট যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসমাম, কচাকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, কমিউনিটি অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কাডা) এর সভাপতি লিয়াকত আলী সরকার , ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ হেলাল আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আমাদের ব্যক্তি জীবনের, সমাজের ও দেশের মঙ্গল সাধন করার ক্ষেত্রে সময় নিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
রোটা: অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন ব্যক্তি জীবনে সময় নিষ্ঠা সম্পর্কে সচেতন হয়ে নিজের, সমাজের, দেশের ও জাতির মঙ্গল সাধনের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।

আলোচনা শেষে চারশতাধিক উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত দর্শকদের নিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর