Friday, July 18, 2025
Homeদিনাজপুরবড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে হাইড্রোলিক সাপোর্টের নিচে চাপা পড়ে চীনা প্রকৌশলী মৃত্যু

বড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে হাইড্রোলিক সাপোর্টের নিচে চাপা পড়ে চীনা প্রকৌশলী মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী ওয়াং জিয়ান গুয়ো (৫৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খনির ১২৩৫ ফিট গভীরের ১৩০৫ নম্বর ফেইসে হাইড্রোলিক সাপোর্ট সরানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াং জিয়ান গুয়ো বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম এর অধীনে শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক গেইট এলাকা থেকে হাইড্রোলিক সাপোর্ট সরানোর সময় অসাবধানতাবশত একটি স্টিল রোপের সঙ্গে আটকে যান মি. গুয়ো। পরে তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, “গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হওয়ার পর সরঞ্জামগুলো নতুন ১৪০৫ নম্বর ফেইসে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। কাজ চলাকালে একটি স্টিল রোপে আটকে গিয়ে ওয়াং জিয়ান গুয়ো গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এ ঘটনায় বুধবার (৯ জুলাই) পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (নং-৩১) দায়ের করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।

এ দুর্ঘটনার পর খনি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিরাপত্তা ও সতর্কতা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন খনি শ্রমিক ও স্থানীয়রা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর