মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি.
রাজধানীর বনানী এলাকায় বাইকারদের উপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার শিকার সংঘবদ্ধ হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইয়ামাহা রাইডার ক্লাব। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্লাবের সদস্যরা।
এতে বক্তৃতা দেন ক্লাবের মডারেটর মেহেদী হাসান জীবন, আসাদুজ্জামান আকাশ, সোয়েব আহমেদ সজীব প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা বনানী ১১ নম্বর রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের দ্বারা একাধিক বাইকারের উপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে ।এটি আমাদেরকে গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। এটি নির্মম,অনাকাঙ্ক্ষিত এবং সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা। যা সমাজে বাইকারদের নিরাপত্তাহীন অবস্থার ইঙ্গিত দেয়।আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বনানীতে বাইকারদের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ইয়ামাহা রাইডার ক্লাবের মানববন্ধন
Facebook Comments Box