আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহানা (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত শাহানা তিন সন্তানের জননী। তিনি ওই গ্রামের বকুল শেখের স্ত্রী।
এলাকাবাসী জানায়, বকুল শেখ জুয়া খেলায় আসক্ত ছিল, সংসারে অভাব অনুটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া-বিবাদ লাগত। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানার ঝুলন্ত মরদেহ দেখা যায়। সেখান থেকে স্বামী বকুল শেখ ছেলেসহ ওই মরদেহ বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের দাবি, জুয়ার টাকার জন্য মনোমালিন্যের কারণে বকুল শেখ স্ত্রী শাহানাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এরপর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দিতে বাঁশঝাড়ে মরদেহ ঝুলে রেখেছে। আমরা এর বিচার চাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”