Wednesday, July 16, 2025
Homeজাতীয়বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫-৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনায় মৃত তিনজন হলেন- তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)। তারা সম্পর্কে নানী ও দুই নাতনি।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে, পাড়ার এক‌টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়ে তা‌র ছিড়ে যায়। সেই তারে জ‌ড়ি‌য়ে বিদ্যুস্পৃষ্ট হ‌য়ে একই প‌রিবা‌রের তিনজন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যায়। এছাড়া কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গে‌ছেন বলে জেনেছি। এদের ম‌ধ্যে আহতদের বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হচ্ছে। মরদেহ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর