Sunday, May 4, 2025
Homeদিনাজপুরবিরলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বিরলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামে সাপে কেটে মনিরুজ্জামান মনির (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) গভীর রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির দক্ষিণ শিবপুর গ্রামের ভাতের হোটেল ব্যবসায়ী মানিক হোসেনের একমাত্র পুত্র।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ঘুমের মধ্যেই মনিরকে বিষধর সাপ কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসী শিশুটির অকাল মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর