Friday, July 4, 2025
Homeসারাদেশমুগদায় জনতার পিটুনিতে তরুণের মৃত্যু

মুগদায় জনতার পিটুনিতে তরুণের মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
রাজধানীর মুগদায় গণপিটুনিতে গুরুতর আহত এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে তার নাম আল আমিন এবং বয়স ২০ বছর বলে জানা গেছে। তবে তার ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। নিহত ওই তরুণ ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনির শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে এই তরুণের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।

তিনি বলেন, গতকাল বুধবার রাত রাত পৌনে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের উল্টো দিকের শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন আল আমিন। স্থানীয়রা তা দেখতে পেয়ে তাকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তিনি মারা যান।

নিহত তরুণের ঠিকানা জানার চেষ্টা চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় মুগদা থানায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর