Wednesday, May 7, 2025
Homeলালমনিরহাটলালমনিরহাটে অসহায় পরিবারকে মাদক ব্যবসায়ী সাজিয়ে ফাঁসানোর অভিযোগ

লালমনিরহাটে অসহায় পরিবারকে মাদক ব্যবসায়ী সাজিয়ে ফাঁসানোর অভিযোগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এ কে এম কায়সারুল আলম, স্টাফ রিপোর্টার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে প্রকৃত ঘটনাকে আড়াল করতে আনারুল, আক্তার ও মুকুলসহ কতিপয় মাদক ব্যবসায়ী একটি অসহায় পরিবারকে মাদক ব্যবসায়ী বানিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন। এরই প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমনিরহাটের আদিতমারীর সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের জমিতে ছাগল ধান খেলে চৌকিদার রফিকুল ছাগলগুলো ধরে তার বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে ছাগলের মালিক জুয়ারু আনারুল, মাদক ব্যবসায়ী আক্তার ও আওয়ামী লীগের দোসর মুকুল সহ দলবল নিয়ে রফিকুলের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধরে নিয়ে যাওয়া ছাগল গুলো নিয়ে আসেন। পরে রফিকুল বাড়িতে এসে ঘটনাটি জানার পর আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি ভিন্ন খাতে নিতে এবং প্রকৃত ঘটনা আড়াল করতে প্রকৃত জুয়ারু আনারুল, মাদক ব্যবসায়ী আক্তার ও আ’লীগ নেতা মুকুল নিরীহ চৌকিদার রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ী বানিয়ে থানায় মিথ্যা অভিযোগ দেন। এরপরে তারা লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনও করে।

বিষয়টি প্রচার হলে এলাকাবাসী সোচ্চার হয় এবং এই অভিযোগের প্রতিবাদ জানায়। এরই অংশ হিসেবে এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবার ঘটনার মূল রহস্য ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করার দাবিতে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে। সেই সাথে প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি জানান।

চৌকিদার রফিকুলের ছেলে রুবেল বলেন, জুয়ারু আনারুল ওই এলাকায় জুয়া খেলার প্রতিবাদ ও মাদক ব্যবসায়ী আক্তারের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেই সাথে তার বাবার চৌকিদারের চাকরিটি চলে গেলে স্থানীয় আ’লীগ নেতা মুকুল তার কাছের লোককে চৌকিদারের চাকুরি পাইয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরো জানান, আওয়ামিলীগের দোসর মুকুল স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে মূল ঘটনা আড়াল করে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি এর প্রতিবাদ জানিয়ে ঘটনার তদন্ত করে মূল রহস্য উদঘাটনের দাবি জানান এবং জুয়ারু আনারুল, মাদক ব্যবসায়ী আক্তার ও আওয়ামী লীগের দোসর মুকুলের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ওই এলাকার দুইটি পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর