এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে একটি সুপারি বাগান থেকে আবেদ আলী (৫৯) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ মে) সকালে জনতার বাজার সংলগ্ন ধবলগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে। স্থানীয়দের ধারণা, তিনি সুপারি গাছে উঠেছিলেন এবং দুর্বল গাছ ভেঙে পড়ে মৃত্যুবরণ করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বাগানটির মালিক এরশাদ হোসেন সেবু। তার বাগানের পাশের ভুট্টাক্ষেতে কর্মরত শ্রমিকরা সকালে আবেদ আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পাশে একটি পুরনো ও ভাঙা সুপারি গাছও পড়ে ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আবেদ আলী আগে কয়েকবার চুরির ঘটনায় গ্রাম্য সালিশে অভিযুক্ত হয়েছিলেন। তাদের ধারণা, রাতে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে তিনি মারা গেছেন।
অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, তিনি শনিবার রাত ৩টার দিকে ওয়াজ শোনার পর ঘর থেকে বের হন এবং আর ফিরে আসেননি।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে বিষয়টি দুর্ঘটনাজনিত মনে হলেও ময়নাতদন্ত ও তদন্ত রিপোর্টের আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।