Friday, May 16, 2025
Homeসারাদেশশাহজাদপুরে ইটভাটার গ্যাসের তাপে পুড়ল ২০০ বিঘা জমির ধান

শাহজাদপুরে ইটভাটার গ্যাসের তাপে পুড়ল ২০০ বিঘা জমির ধান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ইটভাটার গ্যাসের তাপে ৯৭ কৃষকের প্রায় ২০০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকদের আপত্তির পরও মনির হাজি নামের এক ব্যক্তি অবৈধভাবে কৃষিজমির মাঝখানে ভাটা স্থাপন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এজিএন নামের অবৈধ এ ভাটাটির অবস্থান উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে গরম বাতাস বইতে থাকে। এতে ফুল বের হওয়া কাঁচা ধান পুড়ে যায়। সকালে ধানের অবস্থা দেখে হতবিহ্বল হয়ে পড়েন কৃষকরা। খবর পেয়ে বুধবার শাহজাদপুর উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক ঘটনাস্থলে গেলে কান্নায় ভেঙে পড়েন তারা।

কৃষি কর্মকর্তা আজিজুল হক বলেন, ইট পোড়ানোর সময় ভাটায় এক ধরনের গ্যাস জমে। হয়তো জমে থাকা সেই গ্যাস কোনোভাবে চুল্লি দিয়ে বের হয়ে গেছে। তাপে ৯টি স্কিমের ১৯৩ বিঘা জমির ২৩১ দশমিক ৬ টন ধান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বুধবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা পরিষদে এসে ভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দেন।

এ সময় কথা হয় ষাটোর্ধ্ব ভুক্তভোগী এক নারী কান্নাভেজা চোখে তিনি জানান, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। সন্তানরা খবর নেয় না। অনেক কষ্টে ৫০ শতাংশ জমিতে ধান চাষ করছিলেন। কিন্তু মনি হাজি ইচ্ছে করে ভাটার আগুন ছেড়ে দিয়ে সব ধান পুড়িয়ে দিয়েছে। এখন নিজে কী খাব, স্বামীকেই বা কী খাওয়াব?

ভুক্তভোগী হাসানুর প্রামাণিক, ফিরোজা বেগমসহ কয়েকজন কৃষক জানান, গত বছরও মনি হাজি ভাটার আগুন ছেড়ে দিয়ে ধান পুড়িয়ে দিয়েছিলেন। আন্দোলনের মুখে কয়েকজনকে নামমাত্র ক্ষতিপূরণ দেন। কঠোর ব্যবস্থা না নেওয়ায় তিনি কৃষকদের ক্ষতি করেই যাচ্ছেন।

এ বিষয়ে কথা বলতে এজিএন ভাটায় গেলে মালিক বা ব্যবস্থাপককে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক। তাদের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কৃষি কর্মকর্তা মাঠ পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হবে। সত্যতা পেলে কৃষকের ক্ষতিপূরণের পাশাপাশি, ইটভাটাটির কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর