আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
উন্নয়ন বঞ্চিত গাইবান্ধায় শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবিতে সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড (EPZ) স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) গাইবান্ধা সাঁকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের ব্যানারে শহরের গানাসাস মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, এবং আহ্বান জানান সাধারণ সম্পাদক অ্যাড. ফারুক কবীর।
বক্তব্য দেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, অ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, সুনীল রবিদাস, খিলন রবিদাস, আব্দুল হাই, মনির হোসেন সুইট, কাজি আব্দুল খালেক, সোমা ইসলাম, কাজি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা আজ অবহেলিত ‘পকেট শহর’। শিল্পহীন এই জনপদে ইপিজেড হলে তা হবে উত্তরাঞ্চলের উন্নয়নের গেটওয়ে। সাঁকোয়া এলাকায় রয়েছে সহজ যোগাযোগ—রেল, সড়ক, নদীপথ এমনকি হেলিপ্যাড সুবিধা—যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।
তারা দাবি করেন, গাইবান্ধার সাবেক ডিসি ড. কাজী আনোয়ারুল হকের প্রস্তাব অনুযায়ী সাঁকোয়া এলাকায় ইপিজেড গড়ার পরিকল্পনা ছিল যৌক্তিক ও জনগণের সমর্থিত। অথচ কিছু স্বার্থান্বেষী মহলের চাপে ওই প্রস্তাব বাতিল করে গোবিন্দগঞ্জে বিতর্কিত জমিতে ইপিজেড করার চেষ্টা চলছে। এই সিদ্ধান্তকে বক্তারা মানবিকতা ও পরিবেশের পরিপন্থী এবং গাইবান্ধাবাসীর সঙ্গে চরম অবিচার বলে উল্লেখ করেন।