Sunday, July 13, 2025
Homeনীলফামারীসারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ

সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো: আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডোমার বাজার রেলগেট এলাকায় ‘ছাত্র জনতা নবজাগরণ ডোমার’ ও ‘হৃদয়ে ডোমার’ নামের দুটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্র প্রতিনিধি অর্ণব আল আলিফের সঞ্চালনায় বক্তব্য দেন—

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, মুফতি মহিউদ্দিন জুলফিকার, ইসলামি বক্তা আবু সাঈদ, কামরুল ইসলাম আরেফী ও ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন।

বক্তারা বলেন, “দেশজুড়ে চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি ঢাকায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এমন নৃশংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এসব সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে সকলকে সোচ্চার হতে হবে।”

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর