Friday, July 11, 2025
Homeজাতীয়সালমান-আনিসুলসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেফতার

সালমান-আনিসুলসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাদের গ্রেফতার দেখান।

গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন, আমীর হোসেন আমু, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

এর মধ্যে মনিরুল ইসলাম মনুকে আট মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে দুই মামলায়, সালমান, দীপু মনি, আমুকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর