Thursday, May 1, 2025
Homeআন্তর্জাতিকসিন্ধুতে হয় পানি, না হয় বইবে ভারতীয়দের রক্ত: বিলাওয়াল

সিন্ধুতে হয় পানি, না হয় বইবে ভারতীয়দের রক্ত: বিলাওয়াল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আন্তর্জাতিক ডেস্ক, রংপুর নিউজঃ
পানি প্রবাহ বন্ধ করে দিলে সিন্ধু নদে ভারতীয়দের রক্ত বইবে বলে হুংকার দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে দেওয়া ভাষণে বিলাওয়াল এ হুংকার দেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, সিন্ধু নদ পাকিস্তানের কাছ থেকে ডাকাতির চেষ্টা করছে ভারত এমন মন্তব্য করেন বিলাওয়াল।

তিনি বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। তাই বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনও এই নদের ওপর তার দাবি ত্যাগ করবে না।

পেহেলগামে হামলার অজুহাতে পানিচুক্তি থেকে একতরফা বের হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করছেন। কিন্তু প্রকৃত রক্ষকরা পাকিস্তানে আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, এই নদে হয় পানি প্রবাহিত হবে, নয়তো প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধবাজ মনোভাবের উল্লেখ করে পিপিপি প্রধান আরও বলেন, পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার চেষ্টা সহ্য করবে না।

এর আগে, গত ২২ এপ্রিল ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ পর্যটক হারান।

পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল ও একইসঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি।

জবাবে পাকিস্তানও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভারতের বিমান নিজেদের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া সীমান্ত ক্রসিং বন্ধের পাশাপাশি ভারতীয়দের ভিসা সুবিধাও বাতিল করেছে।

এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানায়, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জবাব দেবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর