মোঃআরাফাত ইসলাম,হাবিপ্রবি প্রতিনিধিঃ
Bridging Tradition and Innovation: Empowering Youth for Agri-Business Revolution’ স্লোগান কে ধারন করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হলো IAAS এর প্রোগ্রাম“এশিয়া প্যাসিফিক ডিরেক্টরস মিটিং ২০২৫”।
আজ ২৭ জুন ২০২৫,এ আন্তর্জাতিক সম্মেলনের ছিল প্রথম দিন।উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার ও রেজিস্টার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, প্রফেসর ড.এসএম এমদাদুল হাসান এবং IAAS বাংলাদেশের জাতীয় উপদেষ্টা প্রফেসর ড. মো. ফারুক হাসান। সকালে নাশতা ও উপকরন বিতরনের মাধ্যমে শুরু হওয়া দিনের কার্যক্রমে ছিলো উদ্বোধনী বক্তব্য, দুপুরের পূর্ব পর্যন্ত তিনটি বৈজ্ঞানিক সেশন নেওয়া হয়, সেশনগুলো নেন যথাক্রমে টিস্যু কালচার প্রজেক্টের মো. জামাল হোসেন, এআর মালিক সিড, প্রফেসর ড. মো. ফারুক হাসান।এরপর নামাজ এবং দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়।বিরতির পরে একটি বৈজ্ঞানিক সেশন নেন ‘মেটাল’ কম্পানির সিইও মোঃমিজানুর রহমান এবং বিকেলে “Farmer’s Collaboration” শিরোনামে মডেল ফার্মিং এর উপর একটি প্রদর্শনী এবং “Astronomy Pathshala” শিরোনামে একটি সেশন আয়োজন করা হয়।