Friday, July 4, 2025
Homeক্যাম্পাসহাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধি:
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিক্ষোভ মিছিল থেকে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের নিন্দা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩রা জুলাই) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন,”৫ই আগস্ট পরবর্তী সময়ে হামলা করে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর সন্ত্রাসী কর্মকাণ্ডেরই অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাই। ২৪ এর জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন। কিন্তু ২৪ এর জুলাই থেকে ২০২৫ এর জুলাই এক বছর হতে না হতে আবারও ছাত্রলীগের ন্যায় সন্ত্রাসী কায়দায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির উপর হামলা করা হয়েছে। জুলাই আন্দোলনে সাংবাদিক সমিতি আমাদের ঢাল হয়ে সমর্থন দিয়ে গেছে। আজকে সাংবাদিক সমিতির উপর হামলা হয়েছে, আগামীতে যে আমাদের উপর হামলা হবে না তার গ্যারান্টি কি?”

শিক্ষার্থীরা আরও বলেন,আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে আতঙ্কিত ও শঙ্কিত। আমরা মনে করি, ১ বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলাকারীদের বিচার না হওয়ায় আজকে অন্যরাও এই হামলা করতে সাহস দেখিয়েছে। যত দ্রুত সম্ভব জুলাই আন্দোলনে হামলাকারী ও সাংবাদিক সমিতির অফিসে হামলাকারীদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।”

গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হাবিপ্রবি শাখাসহ অন্যান্য সংগঠনের নেতারাও সংহতি জানান। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন,” জুলাই আন্দোলনের পরও সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা সমাজের দর্পণ। ৫ই আগস্টের পর বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের উপর হামলার ঘটনা আমরা লক্ষ্য করছি। যা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। অতি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে এক বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে হামলাকারীদের শাস্তির আওতায় আনতেও ব্যর্থ হয়েছে এই প্রশাসন। তাদের এই ব্যর্থতাই আজকের হামলায় সাহস যুগিয়েছে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর