Friday, May 2, 2025
Homeদিনাজপুরহিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

 

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দেশের বাজারে চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় ভারত থেকে কচুর মুখি নিয়ে একটি মিনি পিকআপ বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের রোশনী ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান এইসব কচুর মুখি আমদানি করেছে। কচুর মুখি ভারতের মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারকের প্রতিনিধি।

আমদাকিারকের প্রতিনিধি রাশেদ হোসেন বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের মধ্য প্রদেশ থেকে হিলি স্থলবন্দর দিয়ে কচুরমুখি আমদানি করা হয়েছে। এই বছরে আজ ভারত থেকে একটি ট্রাকে ১২ টন কচুর মুখি আমদানি হয়েছে। আমদানি করা কচুর মুখি বন্দরে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আমদানি আরো হবে।

এইসব কচুরমুখি ঢাকা সহ দেশের বিভিন্ন মোকারে গুলো পাঠানো হবে বলে জানান আমদানিকারকের প্রতিনিধি।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এই বছরে প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি করা হয়েছে। ইতোমধ্যেই আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টসসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সনদ প্রদান করবো। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি হস্তান্তর করবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর