Friday, July 18, 2025
Homeনীলফামারীঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে নীলফামারী পৌরসভার আর্থিক সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে নীলফামারী পৌরসভার আর্থিক সহায়তা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী শহরের কুখাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে পৌরসভা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঘটনাস্থলে গিয়ে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম।

সহায়তা প্রদানকালে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, প্রধান সহকারী আমিরুল হক ও অফিস সহকারী রানা ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন,
“অগ্নিকাণ্ডে পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে। আমরা পৌরসভার জরুরি ত্রাণ তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা থাকবে।”

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) দুপুরে কুখাপাড়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আবু বকর সিদ্দিক, নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম, সহিদার রহমান সহিদ এবং রতন আলীর বসতবাড়িতে। আগুনে তাদের আটটি ঘর সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পৌর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর