Friday, May 9, 2025
Homeদিনাজপুরঅনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল মবিন সবুজ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে সর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন আউটসোর্সিং কর্মচারীরা। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানা উল্লাহ।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের বড়পুকুরিয়া কয়লাখনির সমন্বয়ক আশরাফুল ইসলাম বলেন, ছুটি ও বাড়তি কর্মঘণ্টা ওভারটাইম হিসেবে গণ্য, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট চালু, বৈশাখি ও উৎসব ভাতাসহ সর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন ২৮৭ জন কর্মচারী। আগামী রোববার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দাবি বাস্তবায়নের বিষয়টি সম্পন্ন হবে। তবে চাকরি স্থায়ীকরণের এক দফার আন্দোলনটি শান্তিপূর্ণভাবে চলবে।

কয়লাখনির মহাব্যবস্থাপক ছানা উল্লাহ বলেন, গতকাল রাতে তাঁরা কাজে যোগ দিয়েছেন। দাবি মানার বিষয়টি সম্পূর্ণ সরকারের ব্যাপার। সরকার যেভাবে চাইবে, সেভাবে হবে।

উল্লেখ্য, ৫ দফা দাবিতে কেন্দ্রীয় আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা গত ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেন। কিন্তু দাবি পূরণে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়া হলে তাঁরা পরদিন থেকে আমরণ অনশনের ডাক দেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর