Thursday, July 17, 2025
Homeকুড়িগ্রামঅপারেশনের অপেক্ষায় শিশু মাসুম, সহায়তার হাত বাড়ালেন ইউএনও

অপারেশনের অপেক্ষায় শিশু মাসুম, সহায়তার হাত বাড়ালেন ইউএনও

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ২০ মাস বয়সী মাসুম বিল্লাহ নামে এক শিশুর জন্মের পর থেকে পায়ুপথ না থাকায় অপারেশন করে বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন চিকিৎসক। তবে সেই চিকিৎসার ভার বহন করতে হিমশিম খাচ্ছেন পরিবারটি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও একটি অপারেশন বাকি, এতে প্রয়োজন ৮০ হাজার টাকা।

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসন অবগত হলে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মাসুমের বাবা মায়ের হাতে চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা সহায়তা দেন ইউএনও সবুজ কুমার বসাক।

২০ মাস বয়সী মাসুম বিল্লাহ উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা নামাচর এলাকার শফিকুল ইসলাম ও মোরশেদা বেগম দম্পতির ৪ ছেলেমেয়ের মধ্যে সব ছোট।

জানা গেছে, ওই পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। দিনমজুর বাবার পক্ষে সন্তানের চিকিৎসার ভার বহন করে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে। জমাজমি বলতে বাড়িভিটার তিনশতক জমিটুকুই সম্বল। ছেলে জন্মের পর চিকিৎসা করাতে গিয়ে নিজ ঘরের দুটি গরু বিক্রি করতে হয়েছে। তবে এখনো ছেলের চিকিৎসা থেমে নেই, প্রয়োজন আরও লক্ষাধিক টাকা।

মাসুম বিল্লাহ’র মা মোরশেদা বেগম বলেন, ইউএনও স্যার ২০ হাজার টাকা দিছে। এটা আমাদের জন্য অনেক উপকার হলো। ইউএনও স্যারের জন্য দোয়া করি, স্যারের ভালো হবে।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর