Wednesday, May 7, 2025
Homeনীলফামারীঅপারেশন ডেভিল হান্ট:সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট:সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানে নাশকতা সৃষ্টির অভিযোগে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর সিদ্দিকী।
পুলিশ জানায়য়, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম ২০২৪ সালের ৪ আগস্ট সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় ৬৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নং-৪) দায়ের করেন। মামলায় মনিরুজ্জামান জুন ২ নম্বর আসামি থাকায় তাকে যৌথবাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”-এর আওতায় গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর সিদ্দিকী জানান,’ মনিরুজ্জামান জুনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর