Thursday, May 8, 2025
Homeখেলাধুলাঅলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, উন্নতি শান্ত-তাইজুলদেরও

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, উন্নতি শান্ত-তাইজুলদেরও

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

স্পোর্টস ডেস্ক:
ব্যাটে-বলে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন তিনি দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৩২৭। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে (২৯৪) পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছেন মিরাজ।

শুধু অলরাউন্ডার নয়, ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে এখন ৫৫ নম্বরে (৫১৫ পয়েন্ট) অবস্থান করছেন মিরাজ। আর বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৪তম।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। এতে করে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের অবস্থান উন্নত হয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ লাফিয়ে উঠে সাদমান ইসলাম এখন ৬০ নম্বরে (৪৯০ পয়েন্ট)। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দুজনেই এক ধাপ করে এগিয়ে এখন যথাক্রমে ৪৭ ও ৫২ নম্বরে। বোলারদের তালিকায় সাত ধাপ উন্নতি এনে ১৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে বড় কোনো পরিবর্তন আসেনি। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন হ্যারি ব্রুক (৮৭৬) ও কেইন উইলিয়ামসন (৮৬৭)। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলা জিম্বাবুয়ের শণ উইলিয়ামস দুই ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান আগের মতোই। ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। কাগিসো রাবাদা (৮৩৭) ও প্যাট কামিন্স (৮২৪) রয়েছেন যথাক্রমে দুই ও তিন নম্বরে। ১৫ নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি, যার রেটিং পয়েন্ট ৬৭৭।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর